বদ্ধ ঘরে
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ৩:৫৮:০৭
আর কত দিন থাকবি ওরে
বদ্ধ দুয়ার ঘরে ?
মরার বুঝি এমনি নিয়ম
কেউ দেখবেনা তোরে ?
কিসের ধন কিসের জন
কিসের এত বড়াই ?
কিসের দল কিসের ছল
কে যাচ্ছেরে চড়াই ?
কিসের জ্ঞান কিসের বিজ্ঞান
বলে দে না ভাই ?
সারা বিশ্ব কেন নিঃস্ব
কেউ কি কোথাও নাই ?
বিনা যুদ্ধে জগৎ বদ্ধ
দেখ্ রে চেয়ে দেখ !
কত নাচন নাচলি তুই
ধরে কত ভেখ্ ?
আকাশ পাতাল সবই দেখলি-
দেখলি না রে আসল !
নকল নিয়ে করলি খেলা
কোথায় রে তোর আকল ?
কি ‘করোনা’ কোন নমুনা
কেউ বুঝেনা বুঝি ?
ধ্যানের চোখে দেখ্ রে চেয়ে
সবই পাবি খুঁজি ।
লা শরীকের জিকির করে
চলরে অবুঝ চল্ ,
মাফি যদি পাইতে চাস্
মাওলার কাছে বল্ ।
লেখক : কবি বজলুর রশীদ চৌধূরী
মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী।