শুরুতেই জমজমাট একুশে বইমেলা
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩:৩৫
শুক্রবার ছিল অমর একুশে বইমেলার প্রথম ছুটির দিন। সকাল ১১টা থেকে বইমেলার ফটক খুললেও দুপুরের পর থেকেই বইমেলায় বইপ্রেমীদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থী আর লেখক-পাঠকে উপচে পড়ে। তৃতীয় দিনেই মেলা জমে ওঠায় আনন্দ প্রকাশ করেন লেখক-প্রকাশকরা। অমর একুশে বইমেলার তৃতীয় দিন নতুন বই এসেছে ৯৬টি।
অনন্যা প্রকাশনীর সত্ত্বাধিকারী মনিরুল হক বলেন, শুরুতেই পাঠকের ব্যাপক উপস্থিতি শুভ লক্ষণ। দুই বছর পর স্বাভাবিক পরিবেশে মেলা শুরু হয়েছে। তাছাড়া আজ ছুটির দিন। তবে এখনও পাঠকরা ঘুরে ঘুরে বই দেখছেন। কেনাকাটাও শুরু হবে বলে আশাকরি।
এদিন পাঠক-দর্শনার্থীদের মতো বিভিন্ন স্টলে লেখকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ স্টলে না বসে মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন, নতুন কী কী বই এসেছে তার খোঁজখবর নিচ্ছিলেন। বড় প্রকাশনীর প্যাভিলিয়নগুলোতে পাঠকদের ছিল বেশ আগ্রহ। প্রথমা প্রকাশনীর স্টলে বসেছিলেন অভিনেতা ফেরদৌস। তাকে ঘিরে ছিল ভক্তদের বেশ জটলা। ‘এই কাহিনি সত্য নয়’ নামে নিজের লেখা উপন্যাসে অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি। প্রথমায় ছিলেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকও। বললেন, ‘পারিজাতের জন্য ভালোবাসা’ একটি মিষ্টি প্রেমের উপন্যাস। এটি ছাড়াও মেলায় এসেছে লেখকদের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিবয়ান ‘লেখক-সঙ্গ’। দুটি বইই প্রকাশ করেছে প্রথমা।
অমর একুশে বইমেলার তৃতীয় দিন শুক্রবার নতুন বই এসেছে ৯৬টি। এর মধ্যে কাব্য গ্রন্থের সংখ্যাই বেশি। কাব্যগ্রন্থ ২৯টি, উপন্যাস ১৬টি, গল্পগ্রন্থ ৮টি, জীবনী ৬, শিশুসাহিত্য ৪, মুক্তিযুদ্ধ ৪, ভ্রমণ ৩, ইতিহাস ৩, প্রবন্ধ ২, বিজ্ঞান ২, রাজনীতি ১, বঙ্গবন্ধু ১, অনুবাদ ১, অভিধান ১, স্বাস্থ্য ১ ও অন্যান্য বিষয়ে আরো ১০টি বই।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : আবুল মাল আবদুল মুহিত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কুতুব আজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জালাল ফিরোজ এবং এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূহ-উল আলম লেনিন।
আগামীকাল শনিবার অমর একুশে বইমেলার ৪র্থ দিন মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। আজও বেলা ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর। বিকেল ৪টা বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : ড. আকবর আলি খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আমিনুল ইসলাম ভূঁইয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল এবং কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি মোহাম্মদ সাদিক।