১ কোটি ২০ লাখ টাকার চোরাই চিনিসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৪, ৯:০৪:০০
সিলেট অফিস : এসএমপি ডিবি পুলিশ গেলো কয়েকদিনে ছোট-ছোট বেশ কয়েকটি ভারতীয় চোরাই চিনির চালান ধরেছে। তবে, এবার মহানগর গোয়েন্দা বিভাগের চৌকস দল ১ কোটি ২০ লাখ টাকার একটি বড় চিনির চালানসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থান থেকে এসব চিনিভর্তি ট্রাক আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় নগরীর শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৫ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ২০ লাখ টাকা। এসময় ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, একই থানা এলাকায় অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত চিনির জব্দতালিকা শেষ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজুর করা হবে। আটক চোরাকারবারিদের আদালতে পাঠানো হচ্ছে।