সিলেটের সাড়ে ৪ হাজার শিশু পেল ওয়ার্ল্ড ভিশন’র শিক্ষা উপকরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৪, ৮:৩৫:০২
সিলেট সদর উপজেলার চার ইউনিয়নে ৪ হাজার ৬শ’ শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
গত মঙ্গলবার টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় হাটখলা, জালালাবাদ, কান্দিগাঁও ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদ এলাকায় অতিদরিদ্র শিশু, পরিবার ও কমিউনিটির উন্নয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন ১০ পিস খাতা ও ২৪ পিস কলম এবং প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন ৬ পিস খাতা ও ২৪ পিস কলম প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দাস। এছাড়া বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টুকেরবাজার এলাকায় ওয়ার্ল্ড ভিশন’র দায়িত্বপ্রাপ্ত কর্মকতা অশেষ রেমা, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা আন্তনী রংদি, স্পন্সরশীপ ও সিস্টেম সার্পোট অফিসার লুজি মুখিম, জুনিয়র প্রোগ্রাম অফিসার অদিতি পালমা, ম্যারিয়ান রোজারিও এবং স্পন্সরশীপ ইন্টার্ন সেবা ফলিয়া। -বিজ্ঞপ্তি ’