জন্ম শত বর্ষে, জাতির পিতা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২০, ১১:২১:৪৪
একুশ অমর বিজয় অমর- অমর স্বাধীনতা,
শহীদ অমর গাজী অমর- অমর জাতির পিতা।
কথা অমর ভাষণ অমর- অমর সাতই মার্চ,
যে ভাষণে বন্ধ হয় পাক সেনাদের শ্বাস।
চলন অমর বলন অমর – অমর তাঁহার দেহ,
জন্ম অমর কর্ম অমর- অমর টুঙ্গীর গেহ।
জেল অমর জুলুম অমর- অমর কারাবাস,
চির অমর হয়ে আছে পিন্ডি ফাঁসীর ফাঁস।
দেশ অমর জাতি অমর – অমর ইতিহাস,
গরীব দু:খি লয়ে যিনি করলেন বসবাস।
মুক্তি অমর মিত্র অমর- অমর দু:খি বাঙ্গাল,
স্বাধীনতার তরে যারা-ছিল চির কাঙ্গাল।
জ্ঞান অমর ধ্যান অমর- অমর চিন্তা ধারা,
চিন্তায় চিন্তায় কাটত বেলা থাকতেন চিত্তহারা।
বাংলা মায়ের শ্রেষ্ঠ বাঙ্গালী হাজার বছর ধরে,
এই বাঙ্গালীর জন্ম হয়নি দু:খি বাংলার ঘরে।
আহার নাই নিদ্রা নাই দেশের চিন্তা করে,
কেমন করে স্বাধীনতা আসবে বাংলার ঘরে?
মীরজাফরের বংশ যারা চির মীরজাফর,
অমর হয়ে আছে ওরা বিশ্ব বরাবর।
পনর আগস্ট শহীদ হলেন বাংলাদেশের পিতা,
ঘরে ঘরে চাপা কান্না জাতি পেল ব্যথা।
স্মরণ করি তোমায় মোরা ওগো জাতির পিতা,
অমর হয়ে আছ তুমি সব হৃদয়ে গাঁথা।
শহীদ হয়ে যাওনি মুছে- অমর জাতির সাথে,
মীরজাফররা যাবে চলে ইতিহাসের পাতে।
যুগে যুগে আসে মানুষ আবার চলে যায়,
কর্ম ফলে অমর হয় বিশাল বসুন্ধরায়।
মা বাবা ডাকতেন তোমায় খোকা নাম ধরে,
সেই খোকা দেশের পিতা আজি বাংলার ঘরে।
সালাম সালাম সালাম জানাই হে বঙ্গ নেতা,
তোমার হত্যায় হত হৃদয় পাই যে কত ব্যথা।
পঁচিশ মার্চ ভয়াল রাত আছে অমর হয়ে,
পনর আগস্ট কেমনে সহি জাতির পিতা ক্ষয়ে?
কি দোষ ছিল রাসেল ভাইয়ের ছোট্ট সোনা মুনি,
আজও তাঁর আর্ত চিৎকার শূণো গগণে শুনি।
লেখক : মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী।