মহানায়ক শেখ মুজিবর রহমান
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২০, ৮:২৯:৩০
মুক্তির মহানায়ক শেখ মুজিবর রহমান,
জনক পদে আসীন তুমি পাক এলাহীর দান।
খোকা নাম লয়ে তুমি এলে মায়ের কোলে,
গাছ পালা পশু পঙ্ক্ষী মহানন্দে দোলে।
সায়রা মায়ের কোলে বসি হাস মধুর হাসি,
পিতা শেখ লুৎফুর রহমান আনন্দে যায় ভাসি।
গোপালগঞ্জের টুঙ্গী পাড়ায় পুরনো ইটের ঘর,
দেশের বাতি জ্বলছে সেথায় বাতাস বিলায় খবর।
মুজিব ভাই হলে তুমি রাজনীতি করে,
বঙ্গবন্ধু খেতাব পেলে নির্বাচনের পরে।
সমর শাসক যত আসে তোমার দিকে চোখ,
অতীত নিয়ে শত কথা আছে কত দুখ।
ভাষা যুদ্ধে যুক্ত ফ্রন্টে সকল ফ্রন্টে তুমি,
কেমন করে মুক্ত হবে প্রিয় মাতৃভূমি?
আগর তাল মামলা দিয়ে তোমায় মারে তালা,
ঊনসত্তরের গণ জাগরণে পরলে মুক্তির মালা।
সত্তুর সনে গণ ভোট সাতই ডিসেম্বর ,
সমর শাসক হেরে গেল তুমি জাতির বর।
কারায় কারায় নিখোঁজ রইলে হে বঙ্গ নেতা
,এসব কথা লিখতে গেলে অন্তরে পাই ব্যথা।
যুদ্ধে যুদ্ধে গেল জীবন যুদ্ধ হয়নি শেষ,
যুদ্ধ তোমার হল বারণ স্বাধীন করে দেশ।
কত নামে কত খেতাব নিয়ে এল জনতা,
পরিশেষে হলে তুমি মহান জাতির পিতা।
দুশমনেরা নেয়নি মেনে আড. নয়ণে চায়,
মধুর মধুর কথা বলে সুযোগ খোঁজে পায়।
পনের আগস্ট সপরিবারে তোমায় করে নিধন,
আকাশ বাতাস হয় যে ভারী কান্দে অবুঝ মন।
ইতিহাসের পাতায় পাতায় থাকবেন জাতির পিতা,
চির অমর হয়ে রইবে মাতৃভূমির স্বাধীনতা।
জয় বাংলা শ্লোগান দিয়ে বাংলা করলে জয়,
সেই গান গাইব মোরা নাহি কোন ভয়।
লেখক : মিশিগান,যুক্তরাষ্ট্র প্রবাসী ।