লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৫, ৭:১২:৪৫
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডো স্টেডিয়ামে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ জুন) সকাল থেকে লন্ডনের আবহাওয়া ছিল বৃষ্টিস্নাত। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই লন্ডনের ঐতিহ্যবাহী খেলার মাঠ কিংসমেডো স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন শত শত বাংলাদেশি।
তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির বেশকিছু নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
একই জামাতে অংশ নেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় করা দোয়া-মোনাজাতে অংশ নেন তারেক রহমান। এরপর নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল বিনিময় ও কোলাকুলি করেন তিনি।