লন্ডনের লুটন কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র হলেন শাহানারা নাসের
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৯:০৩:৪১
লন্ডনের লুটন কাউন্সিলে শাহানারা নাসের প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন।
মঙ্গলবার (২০ মে) লুটন কাউন্সিলের বার্ষিক সভায় তাকে ২০২৫-২৬ মেয়াদের জন্য এ পদে ঘোষণা করা হয়। একই সভায় এমি নিকলসকে লুটন বরো কাউন্সিলের মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।
শাহানারা নাসের, যিনি মমতা নামেও পরিচিত, ২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে ১ হাজার ৫২৫ ভোট পেয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন।
ব্রিটিশ মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের, বিশেষ করে নারী নেতৃত্বের ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি ইতিবাচক ধারা তৈরি করছে। শাহানারা নাসেরের এই অর্জন সেই ধারারই একটি অংশ।
চলতি বছরের ২০ জুন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচিত হওয়ার পর শাহানারা নাসের লুটনের সকল মানুষের জন্য নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যক্তিজীবনে তিনি লুটনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাবেক শিক্ষক শাহ আবু নাসের (সাজন)-এর সহধর্মিণী।