সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৯:৩২:৫১
সুনামগঞ্জ প্রতিনিধি : বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। সোমবার ভোরে চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেন চিনাকান্দি বিওপির বিজিবির সদস্যরা।
চারটি পিকআপভর্তি এসব পণ্যের মধ্যে রয়েছে- ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কেটি ১৬ হাজার টাকা। এসব পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালানি রুখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।