বাংলাদেশে না এলেও পাকিস্তানে খেলতে যাচ্ছে ইংল্যান্ড
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ৯:৪৬:৪২
সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। খেলার কথা ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সেই সফরটি ২০২৩ সালের মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সফর পিছিয়ে দিলেও ঠিকই পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, অক্টোবরে পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ১৩ ও ১৪ অক্টোবর।
৯ অক্টোবর ইয়ন মরগানের দল পা রাখবে পাকিস্তানের মাটিতে, যা হবে ২০০৫ সালের পর দেশটিতে ইংল্যান্ডের প্রথম সফর। মরগানদের সঙ্গে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড নারী ক্রিকেট দলও।
সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ১৫ অক্টোবর পাকিস্তান থেকেই দুবাই যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষেই পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ সফরের কথা ছিল ইংল্যান্ডের।