জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২১, ৬:০২:১১
জগন্নাথপুর প্রতিনিধি : কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে জনি মিয়া (২৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় কর্মরত ছিলেন।
১৩ জুলাই সকাল ৮টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত হলে আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
জনি মিয়া ময়মনসিংহের জামালপুর সদর থানার বেদবেরিয়া গ্রামের মৃত আকরাম হোসেনের পুত্র। তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশবাহিনীতে যোগদান করেন এবং ২০২০ সালে ২২ মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পদায়ন হন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জনি মিয়া সকাল ১১ টায় মারা যায়। তার লাশ গ্রামের বাড়ি পাঠানোর প্রস্তুতি চলছে।