আফ্রিকার বতসোয়ানায় মিলল তৃতীয় বৃহত্তম হিরা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৮:০৩:২৬
আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরার সন্ধান মিলেছে বলে জানিয়েছে দেশটির একটি উত্তোলন কোম্পানি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১১ দিনের ব্যবধানেই দেশটিতে দ্বিতীয় বড় হিরার খোঁজ পাওয়া গেল।
গত ১ জুন এই বতসোয়ানা থেকেই একটি ১ হাজার ৯৮ ক্যারেটের হিরা উদ্ধার করেছিল ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা। তার পর ১২ জুন উদ্ধার হল ১ হাজার ১৭৪ ক্যারাটের আরও একটি হিরা।
কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড খনন কাজ চালিয়ে হিরাটি উদ্ধার করেছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি বলেন, ‘বতসোয়ানা এবং আমাদের জন্য বিষয়টি ঐতিহাসিক।’
তিনি জানিয়েছেন, আয়তনের বিচারে হিরাটি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম। উদ্ধার হওয়ার পরেই বতসোয়ানার মন্ত্রিসভা পাঠানো হয়েছে হিরাটি।