জগন্নাথপুরে করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ৮:৪৮:২০
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নির্মলা রানী গোপ (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৬ জুলাই) ভোর ৫ টায় তিনি নিজ বাড়িতে মারা যান।
পরিবারের লোকজন জানান, গত কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এজন্য গত ৩ জুলাই করোনাভাইরাসে পরীক্ষার জন্য নমুনা দিলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।