সুনামগঞ্জে লকডাউন কার্যকরে প্রশাসনের প্রচারণা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৮:৩৭:৩২
সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরোপ এবং জনসচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাস্তায় চলাচলকারী জনসাধারণ ও গণপরিবহন দোকান মালিকদের নানা পরামর্শ দেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশিত আইন মেনে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আজ সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু তাই প্রথম দিন সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আগামীকাল থেকে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।