সৌদির সঙ্গে মিল রেখে যেসব এলাকায় ঈদ উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ৫:৫৭:০৯
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে এইগ্রামগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই গ্রামগুলোতে বইছে ঈদের আমেজ।
বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
নোয়াখালী: স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে তিনটি গ্রামের কয়েকটি পরিবার।
বৃহস্পতিবার সকালে ১০টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ প্রাঙ্গণ, একই উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভা এলাকায় আইয়ুবপুর ভেন্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ঈদ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ১৫০-২০০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা এলাকার ভেন্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২০/৩০ জন মুসল্লি ও জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ১০০-১৫০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
ফরিদপুর: বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় মাইটকুমড়া জামে মসজিদ, ১০টায় রাখালতলী জামে মসজিদ ও সহস্রাইল দায়রা শরীফে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত হয়েছে। জামাতে ইমামতি করেছেন মওলানা আরীফ চৌধুরী।
মৌলভীবাজার: জেলার শতাধিক পরিবারের মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকার এক বাসার ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়েছে।
মোংলা: বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এতে শরিক হন ওই এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ২শ নারী-পুরুষ ও শিশু।
শরীয়তপুর: জেলার ছয় উপজেলার ৫০ গ্রামে হযরত সুরেশ্বরী (রা.) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন।
জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলায় অবস্থিত সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে। এই জামায়াত অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার সকাল ৯টায়।
মাদারীপুর: সুরেশ্বর দরবার শরিফের গদিনীনিশিল পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জানান, শরীয়তপুরের ছয়টি উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর ও স্বর্ণকারপট্টিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মুসলিম ঈদুল ফিতর উদযাপন করছেন।
ঝিনাইদহ: হরিণাকুন্ডু উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের ৬০ জন মুসল্লি।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।
উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া, ফলসিসহ কয়েকটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।