সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ১২:০৭:৫৯
সুনামগঞ্জে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। তিনি জানান, শাবির ল্যাবে আজ ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ১৪ জন সুনামগঞ্জ জেলার ও ১৯ জন সিলেট জেলার বাসিন্দা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ৬ জন, ছাতকে ২ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২ জন, দিরাইয়ে ২ জন, জামালগঞ্জে ১ জন ও দোয়ারাবাজার উপজেলায় ১ জন রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।
সবশেষ মঙ্গলবার সিলেটের ৬০ জন আর সুনামগঞ্জের ১৪ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৯২৯, সুনামগঞ্জে ১১১৭, হবিগঞ্জে ৮৩৪ এবং মৌলভীবাজারে ৫৭৫ জন।
এদিকে, গত ৪ এপ্রিল বিভাগের প্রথম রোগী হিসেবে মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ী মারা যান। যদিও তার করোনা শনাক্তের রিপোর্ট এসেছিল ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিন বাড়ছে মৃত্যুও সংখ্যা। সবশেষ মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৯০ জন। এরমধ্যে সিলেটে ৭১, মৌলভীবাজারে ৬, সুনামগঞ্জে ৭ এবং হবিগঞ্জে ৬ জন।
অন্যদিকে, সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৭৬, সুনামগঞ্জে ৬৭৯, হবিগঞ্জে ৩২৮ এবং মৌলভীবাজারে ৩১৩ জন।