জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা বজলুর রশীদ ভূঁইয়া’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০, ১২:৪০:২২
যুক্তরাজ্যের লিডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক কৃতি ফুটবলার ও সাংস্কৃতিক সংগঠক বজলুর রশীদ ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী—–রাজিউন)।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, প্রয়াত উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সভাপতি মরহুম হারুনুর রশীদ হিরণ মিয়ার দ্বিতীয় পুত্র ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং স্থগিত হওয়ায় পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার ছোট ভাই।