জগন্নাথপুরের সমাজসেবী ও শিক্ষানুরাগী শফিকুল আহমদ ভূঁইয়া’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ১১:৫০:৫৮
জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা, পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শফিকুল আহমদ ভূঁইয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। শুক্রবার রাতে সিলেট শহরের পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকার জগন্নাথপুর হাউসের বাসায় আকস্মিক হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মা, স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র পুত্র কিছুদিন আগে লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ও গত বুধবার প্রয়াতের বড় বোন সিলেট নগরীতে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আকস্মিকভাবে তিনি বাসাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায়ই তিনি মারা যান। শনিবার গ্রামের বাড়ীতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শফিকুল আহমদ ভূঁইয়া সামাজিক, রাজনৈতিক ও ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর তথা সিলেট শহরের সুপরিচিত ছিলেন। তাঁর বাবা আব্দুল খালিক ছিলেন একজন সমাজসেবী ও সুপরিচিত প্রভাবশালী ব্যক্তি। তাঁর নামে পৌর শহরের ৯নং ওয়ার্ডে খালিক নগর নামে একটি গ্রাম ও আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। তার প্রতিষ্ঠিত মসজিদে আগামীকাল শনিবার বিকেলে জানাযা অনুষ্ঠিত হবে।