ছাতকে করোনার হাফ সেঞ্চুরী
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ১:৫৪:৫৫
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো ছাতক জুড়ে। প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন করোনাক্রান্ত রোগী। কয়েক দিনের মধ্যেই ছাতক উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হাফ সেঞ্চুরি (পঞ্চাশ) পেরিয়ে গেছে।
জানা যায়, এ উপজেলায় গত (২৩ এপ্রিল) প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ বৃহস্পতিবার নতুন ১২জন সহ এ উপজেলায় মোট ৫১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ১ জন শহরের বাগবাড়ী এলাকার, কলেজ রোড এলাকার ২ জন, মন্ডলীভোগ এলাকার ৩ জন, ক্লাবরোড চাউল হাঠা অদুদ ম্যানশনের ১ জন, মধ্যবাজার চাদনী ঘাটের ১ জন, গনেশপুর এলাকার ১ জন, ও ৩জন লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার শ্রমিক বলে জানিয়েছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।