জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২০, ৮:১৩:৪৭
স্টাফ রিপোটার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ইউনিয়ন পরিষদ হলরুমে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হক ।
বাজেটে মোট ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ১শ’ ৮৫ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৮শ’ ১৫ টাকা।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হকের সভাপতিত্বে ও সচিব সুধন চন্দ্র সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সমাজসেবক শিক্ষানুরাগী গোলাম রব্বানী, ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোস্তাক আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান খালেদ ও গীতাপাঠ করেন সচিব সুধন চন্দ্র সরকার ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মাহবুবুল হক ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে প্রথমবারের মত উন্মুক্ত বাজেট উপস্থাপন করে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং মীরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
তিনি দেশ ও প্রবাসে বসবাসরত ইউনিয়নের সকল নাগরিকবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, কোন প্রকার করারোপ না করেই ইউনিয়নবাসীর কল্যাণমূখী এ বাজেট ঘোষণা করা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে ইউনিয়নের প্রতিটি কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করণের পাশাপাশি যোগাযোগ ও শিক্ষাসহ সর্বোপরি উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠির কল্যাণসহ সকল নাগরিকদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয় ও ব্যক্ত করেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে কাজ করছেন তিনি।
চেয়ারম্যান মো. মাহবুবুল হক জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য হাওররত্ন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথপুর উপজেলাসহ জেলাব্যাপি উন্নয়নের মহা গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দীর্ঘায়ূ কামনা করেন।
তিনি উন্নয়ন কাজে সকল মহলের সহযোগিতা কামনা করে বলেন, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে সকল পেশার মানুষজন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। মহা এই দূর্যোগকালীণ সময়ে এলাকার অসহায় দরিদ্রদের কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহামারী করোনা ভাইসের সংক্রমণ প্রতিরোধে সরকারি গণবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়ে ইউনিয়নবাসীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে নাগরিকদের সেবায় কাজ করতে সকলের দোয়া ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাছন ফাতেমাপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ আলা উদ্দিন মাস্টার, মীরপুর বাজার কমিটির সভাপতি সাঈদ মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৭নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াহাব, ১নং ওয়ার্ড সদস্য মো. খলিল উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য মো. মাহবুব হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য মো. হোসেন রাসেল, ৫নং ওয়ার্ড সদস্য মো. আব্দুস শহিদ, ৬নং ওয়ার্ড সদস্য মুজ্জামিল খান, ৯নং ওয়ার্ড সদস্য মো. নেওয়ার হোসেন, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্যা হাছনা হেনা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যা নাজমীন আক্তার, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্যা ফুল বেগম প্রমুখ।