ধর্মপাশায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২০, ৩:৩৫:২৫
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানায় দেবেশ সরকার (৩৮) নামের এক নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাকড়দি গ্রামের জামিনী সরকারের ছেলে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে টাঙ্গুয়ার হাওরের কৈকেরকুরি বিল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সে নিখোঁজ হয়।
জানা যায়, মঙ্গলবার দেবেশ সরকারসহ আরো তিনজন জাল দিয়ে মাছ ধরতে নৌকা যোগে টাঙ্গুয়ার হাওরের কৈকেরকুরি বিলে যায়। রাতে ঝড় শুরু হলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও দেবেশ সরকার ডুবে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আবার বুধবার সকাল থেকে স্থানীয়রা কৈকেরকুরি বিলে তাকে খুঁজতে থাকে। পরে দুপুর দেড়টার দিকে ওই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, হাওর থেকে দুপুরে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।