সুনামগঞ্জে জনপ্রিয় চিকিৎসক ডা. গৌতম রায় করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২০, ৯:৪৩:১০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জনপ্রিয় চিকিৎসক ও নারায়ণগঞ্জ ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় করোনা আক্রান্ত । তার করোনা আক্রান্তের খবর সুনামগঞ্জে পৌঁছার পর আবেগ আপ্লুত হয়ে পড়ছেন শত শত মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার জন্য প্রার্থনা করছেন তার মরণ ঘাতক করোনাভাইরাস থেকে মুক্তির জন্য।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জে আইসোলেশনে আছেন। ডা. গৌতম রায় সুনামগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
জানা যায়, নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক প্রথম করোনা আক্রান্ত হন। পরে ওই হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসকের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্ত হন হাসপাতাল সুপারের সহকারীও (পিএ)। এরপর ওই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনায় নতুন করে আরো ১৩ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, নার্স, অফিস সহকারী, স্টোর কিপার, ওয়ার্ড বয় রয়েছেন।
ডা. গৌতম রায় জানান, হাসপাতালের স্টাফসহ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এর আগে তিনজন আক্রান্ত হয়েছিলেন। আজ আমিও পজেটিভ, বর্তমানে আইসোলেশনে আছি।
তিনি আরো বলেন, চিকিৎসকরা আক্রান্ত, স্টাফ আক্রান্ত। এভাবে তো আর চিকিৎসা দেয়া যাবে না। এতে অন্যরাও আক্রান্ত হবেন।
তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ডা. গৌতম রায়ের করোনা পজেটিভের বিষয়টি সুনামগঞ্জে এসে পৌঁছলে বিভিন্ন মহলের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। তারা এমন একজন সৎ ও ভালো মানুষের জন্য সুস্থতা কামনা করে প্রার্থনাও করছেন।
ডা. গৌতম রায়ের পরিবার তার সুস্থতা কামনা করে সবার কাছে আর্শিবাদ কামনা করেছেন।
ধনী গরিব সব মহলে তার বিশেষ সমাদর রয়েছে।