জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : অতি সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তিন প্রবাসি। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছিলেন। এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুরের এসিল্যান্ড মো. ইয়াসির আরাফাত হানা দেন ওই বাড়িতে। পরে তিনজনকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চলতি মার্চ মাসে যুক্তরাজ্য থেকে পঞ্চাশোর্ধ ব্যক্তি, তার স্ত্রী ও ২৫ বছর বয়সী এক ছেলে নিয়ে দেশে ফেরেন। ওই প্রবাসি পরিবার হোম কোয়ারেন্টাইনের আইন না মেনে বাইরে ঘোরাঘুরি করছেন এরকম অভিযোগ স্থানীয়দের। যার প্রেক্ষিতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ওই প্রবাসফেরত প্রবাসির বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
অভিযানকালে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী ও একদল পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, স্থানীয়দের অভিযোগ অতি সম্প্রতি বিদেশফেরত ওই তিন জন প্রকাশ্যে চলাফেরা করছিলেন। এরমধ্যে একজন অসুস্থও রয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ধরনের অভিযোগ পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে বিদেশফেরত তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। আইন অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর বলেন, অতি সম্প্রতি জগন্নাথপুরে ৫৫০ জন প্রবাসি দেখে ফিরেছেন। এরমধ্যে ৩৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।