জগন্নাথপুর পৌরসভার প্রথম প্রশাসক মুকিত মিয়ার মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২০, ৮:৫৫:২১
স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর পৌরসভার প্রথম প্রশাসক, সাবেক চেয়ারম্যান, শহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মুকিত মিয়ার মাতা ফুলজান বিবি (৯০) আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন। বুধবার দুপুর দেড়টায় তিনি নিজবাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৮ পুত্র, ১ কন্যা ও নাতী–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ মাগরিব ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পরিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
এদিকে, মুকিত মিয়ার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা ও জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ প্রমুখ।
এছাড়াও সিলেট প্রেসক্লাব সদস্য ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই ও সদস্য আলী আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।