সিলেটে আমেরিকান প্রশিক্ষকের মাধ্যমে ট্রেনিং নিচ্ছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২০, ২:২২:১৭
নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের এলিট ফোর্স এর মেনটরশীপ কর্মসূচীতে প্রশিক্ষন প্রদান দু’জন দক্ষ আমেরিকান প্রশিক্ষক। তারা হলেন- জেমস ওডি ওদেল ও রিকি সিটি চেম্বার।
জানা গেছে, চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ আগামী ৩১ জানুয়ারি সমাপ্ত হবে। মেনটরশীপ পোগ্রামে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খাওয়াতে হয় তার কৌশল শেখানো হয় এ ধরনের প্রশিক্ষণে।
এতে টিম লিডার হিসেবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) আহমেদ পেয়ার, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মেহেদী হাসান শাতিলসহ ৩২ (জন) পুলিশ সদস্যকে নিয়ে গঠিত এস.এম.পি’র এলিট ফোর্স এর নেতৃত্বে আছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আল মামুন।