সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জ ডিএন স্কুলের সাবেক শিক্ষকের স্ত্রীসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২০, ১২:২২:৪১
নিজস্ব প্রতিবেদক: কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ভাই বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫) গুরুতর আহত হন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী আহত হয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে রয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।