মুজিব বর্ষে শীতবস্ত্র বিতরণ প্রশংসার দাবীদার: এড শামসুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২০, ২:০৫:২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি, শহীদ পরিবারের সন্তান এডভোকেট শামসুল ইসলাম বলছেন তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দিনমজুর দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পথ রুদ্ধ হয়ে পড়ছে। এ ধরনের পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার সরকার হাওর পাড়ের মানুষের জন্য প্রচুর পরিমাণ শীতবস্ত্র বরাদ্দ দিয়েছেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসময় তিনি আরো বলেন আজ বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন, আজকের এইদিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষে কুলঞ্জ অনলাইন গ্রুপের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। শুক্রবার বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে কুলঞ্জ অনলাইন গ্রুপের আয়োজনে জন্মশত বার্ষিকী হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী টিটু’র পরিচালনা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার দাস তালুকদার,উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বোয়ালিয়া বাজার কমিটির সাবেক সভাপতি শরাফত মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জহিরুল ইসলাম জুয়েল, শাহরিয়ার শামীম, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আখলাক হোসেন, আওয়ামী লীগ নেতা নওশাদ মিয়া, আব্দুল মুগনিব, সামছু মিয়া, শিক্ষক মিজানুর রহমান, যুবলীগ নেতা আমজাদ হোসেন, ইন্দ্রজিত চক্রবর্তী, রুবেল দাস, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাত, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের জুবেদ আলম, ছাত্রনেতা ওমর ফারুক, জাহেদ হাসান, অনলাইন গ্রুপের সৈয়দ উমেদ আলী, আতর আলী, কামরুল হাসান মিটু প্রমূখ।