সিলেট আসছেন বিশ্বসেরা ক্বারীগণ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২০, ৩:২৫:১১
নিউজ ডেস্ক: প্রথম বারের মত সিলেটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে আজ। শহরতলীর পীরের বাজারের চৌধুরী পাড়াস্থ মাঠে অনুষ্টিত হবে এ সম্মেলন।
কওমি মাদরাসার উচ্চতর গবেষণা প্রতিষ্টান জামেয়াতুল খায়ের’র উদোগে সিলেটে একসাথে আসছেন বিশ্বের নামকরা কয়েকজন ক্বারী। মধুর কন্ঠে তাঁরা সারা বিশ্বে কোরআন তেলাওয়াত করে মানুষের হৃদয়ে ভাবের সৃষ্টি করেন। আর এ বছর তাঁদেরকে আনা হচ্ছে সিলেটে।দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ।
বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা শ্বাসের অধিকারী মিশরের শায়খ মনসুর জুমা, ইরানের শায়খ মো. সাঈদ গান্দুম তুসী, মিশরের জাতীয় সংসদের প্রধান ক্বারী শায়খ মুহাম্মদ আল মুরিজী, তানজানিয়ার ক্বারি মুবারক শাবনী রুমিজা, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারি দারউয়িন হাসিবুয়ান, ইয়ামেনের ক্বারি হাইসিম আদ দাখিন, লন্ডনের শায়খ ক্বারি কাজী লুতফুর রহমান, বাংলাদেশের ক্বারি আবুল হোসাইন, শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, কাতারের শায়খ নূর মোহাম্মদ, ঢাকার ক্বারি মাহমুদুল হাসান ও বিশ্বজয়ী খুদে হাফেজ কাতারের মুহাম্মদ মুহান্নাদ এর আগমন ঘটবে এ সম্মেলনে।
এছাড়া জামিয়া বারিধারা ঢাকা’র মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হুসাইন ক্বাসিমী, জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলী, জামিয়া মাদানিয়া আঙ্গুরা’র মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দীন, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ সিলেটের মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, শাইখুল হাদীস আল্লামা মকবুল হুসাইন আসগরী, জামেয়া দরগাহপুর সুনামগঞ্জ এর মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, দারুল উলূম কানাইঘাট এর শাইখুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দূর্লভপুরী, সুরাইঘাট মাদরাসার শাইখুল হাদীস মাওলানা শফিকুল হক সুরাইঘাটী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান ধনুকান্দী, নাইয়রপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দীন কাসিমী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, মাওলানা নাইম উদ্দীন শাহসুন্দরসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এ মাহফিলে বয়ান করবেন।
এতে সভাপতিত্ব করবেন জামেয়াতুল খাইরের পরিচালনা পরিষদের সভাপতি শাইখুল হাদীস আল্লামা আব্দুল মুসাব্বির আইয়রী, সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি আব্দুল মুন্তাকিম জানিয়েছেন, সারা বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর বাণী শুনান তাদের নিয়ে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। তিনি বলেন, এটা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এ সম্মেলনে সবাইকে উপস্থিত থেকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শুনার আহবান জানিয়েছেন তিনি।