কোম্পানীগঞ্জে মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৯, ৮:৩৮:২৭
নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৭১৫ বোতল মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর রাজনগরের আশিক আলীর বাড়ির পূর্ব পার্শ্বে হাওড়ের মধ্যখানে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সজল কুমার কানুর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রজিউল্লাহ খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আটককৃতদের নাম ও ঠিকানা- মানিক মিয়া (৩৭), পিতা-মৃত আসলম আলী, ২। আল আমিন (২৭), পিতা-কাচা মিয়া, উভয় সাং-পুটামারা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
পুলিশ জানায়, ভারত সীমান্ত থেকে মদ নিয়ে আসার সময় ৭১৫ বোতল মদসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে এসআই (নি.) খায়রুল বাশার এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-২৫/১২/১৯খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৪(গ)/৪১ রুজু করা হয়।
আটক আসামিদেরকে বুধবার (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।