যাত্রাবাড়ীতে ‘শ্যুটার লিটন’ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৯, ১:২৮:০০
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে হত্যাসহ ৭ মামলার আসামি শ্যুটার লিটনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। একই অভিযানে তার সহযোগী লারাকেও (২৮) গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০- এর সদস্যরা বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী শ্যুটার লিটনসহ দুইজনকে গ্রেফতার করে। সেইসঙ্গে তাদের কাছ থেকে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শ্যুটার লিটন হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি।