সিলেটের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : লন্ডনে মেয়র রাবেল
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৯, ১১:২০:২৯
গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল রাবেলকে লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত অতিথি হিসেবে তার বক্তব্যে তিনি বলেন, সিলেটের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশে অবস্থান করা একেকজন প্রবাসী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের আরও এগিয়ে আসতে হবে।যুক্তরাজ্য যুবলীগ কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন সিলেটের গোলাপগন্জের পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,গত সোমবার (৭ অক্টোবর ) লন্ডনের সেন্ট হিলডাস কমিউনিটি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে করেন লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ শাহিন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নঈম উদ্দিন রিয়াজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,সম্পাদক মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব,লুৎফুর রহমান সায়াদ,খছরুজ্জামান খছরু,কাউছার চৌধুরী,ভিপি খছরুজ্জামান খছরু,লন্ডন মহানগর আওয়ামীগ সহসভাপতি সফিক আহমদ সফিক আহমদ,যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি আফজল হোসেন,ফিরোজ আহমেদ,মোজাহিদ আলী সুহেল,নাজমুল ইসলাম,নুরুল ইসলাম জিতু,মাহবুব আহমদ,সৈয়দ আজিজুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন,দেলোয়ার হোসেন লিটন,সৈয়দ মুমিন,ফয়জুর রহমান ফয়েজ,সফিউল আলম,সারজন খাঁন,
হাফিজুর রহমান সেলিম,আজিজুর রহমান লায়েক,কাজী মাছুম, জুবের আহমদ,সাংগঠনিক সম্পাদক বাবুল খাঁন,দিলাল আহমদ,মাহমদ আলী,আবুল লেইছ,লিলু মিয়া তালুকদার,জাকির হোসেন,জাবেদুর রহমান চৌধুরী, লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ,সাধারণ সম্পাদক ফয়সল হুসেন সুমন,সম্পাদক মন্ডলীর সদস্য,মো:আয়াছ,আজাদুররহমান আজাদ,জাবেদুর রহমান চৌধুরী,সাইফুল ইসলাম মহসিন,দুধু মিয়া,দুলাল আহমদ,কবিরুল ইসলাম,হাবিব সুফিয়ান,আব্দুল মালিক,শাহ্ মিনার আলী,সাইদুল আলম,আনোয়ার হোসেন, রাসেল আহমেদ জুয়েল,এনামুল হক,হাফিজুর রহমান সুমন,রুহেল আহমদ,লুৎফুর রহমান,দুলাল আলম, নাজিম আহমদ,রুহেল মিয়া,হাফিজুর রহমান বাবলু,মো:রাহুল আমিন রুহুল,আকরাম হোসেন,মিজানুর রহমান রুবেল,হিরা দেলোয়ার,নাহিদ জাইগীরদার,কবির আহমদ, মোজাহিদ আলী লিটন,মাসুক আহমদ সর্দার,আতিউর রহমান আনছার,ফয়জুল হক,রাসেল আহমেদ,ডরসেট যুবলীগ সাধারণ সম্পাদক শরীফ সুমন,কাভেন্ট্রী যুবলীগ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ,নিউপোর্ট্ যুবলীগ যুগ্ম সম্পাদক রুহুল আমিন,হিত্র যুবলীগ সভাপতি পাবেল আহমদ,যুক্তরাজ্য ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ ফয়েজ,ফকরুল কামাল জুহেল,জাহিদ দেওয়ান,প্রমুখ ।