মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ওসমানীনগরের সদরুন্নেছার প্রধান শিক্ষক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৯, ৮:৫১:৪৮
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ সিলেটের ওসমানীনগরের দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দুলাল মিয়া দুলাল মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০১৯-এ ভূষিত হয়েছেন।
গত শনিবার বিকেলে সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম তাকে এই সম্মাননায় ভূষিত করেন। এ উপলক্ষে ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচার মেলার কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক সম্মাননা তুলে দেন।
বিচারপতি সৈয়দ আবু কাওসার মো দবিরের সভাপতিত্বে এবং সাউথ বাংলা সোশ্যাল কালচারাল ফোরামের মহাসচিব এম এইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড মোহাম্মদ জাকারিয়া, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম।