দিরাইয়ে মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৯, ৮:২৯:৩৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দিরাই থানা পয়েন্টস্থ দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সামনে উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিমুদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি নেতা আব্দুর রহিম মাষ্টার, উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক,উপজেলা যুব জমিয়ত সভাপতি, মাওলানা আবিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ছাত্র জমিয়ত দিরাই পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী, সমাজকর্মী মুসলেহ উদ্দীন, পৌর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা যাকওয়ান আহমদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ তাহমিদ, উপজেলা ছাত্র জমিয়ত সহ-সাধারণ সম্পাদক আইয়ূব খান, জুবায়ের আহমদ খান, সাংগঠনিক সম্পাদক আস’আদ আহমদ,প্রচার সম্পাদক, তাফাজ্জুল ইসলাম, পৌর ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সাদী, দিরাই জামেয়া শাখার সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস, আলিয়া মাদ্রাসার শাখার সভাপতি, মিনহাজ তালুকদার, ফুজায়েল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।