ওসমানীনগরে ট্রাক চাপায় প্রাণ গেল লন্ডন প্রবাসীর একমাত্র পুত্রের
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৯, ৯:৪৫:৩৬
ওসমানীনগরে ট্রাকচাপায় প্রাণ গেল জাহান মিয়া (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর । আজ সোমবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনাটি হয়। নিহত জাহান উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী সিরাজ মিয়ার পুত্র ও তাজপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে তার পিতা মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে। তারা দীর্ঘ দিন ধরে উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, জাহান মিয়া মোটরসাইকেল যোগে গোয়ালাবাজার থেকে তাজপুর যাওয়ার পথে বটের তল নামক এলাকায় শেরপুরমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬/৮১২৯) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।