কাজীরবাজারে জুয়ার আসরে র্যাবের হানা, আটক পাঁচ জুয়াড়ি
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ৯:০২:৫১
সুরমা নিউজ:
সিলেট নগরীর কাজীরবাজারে জুয়ার আসরে হানা দিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শুক্রবার রাত পোনে ১০টার দিকে র্যাব-৯’র মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে কাজীরবাজারের বশির মিয়ার বিল্ডিংয়ের পাশের গলির মুখে পরিচালিত একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়।
এসময় জুয়া খেলারত অবস্থায় নবীর হোসেন (৫৫), ইমন আহমদ (১৯), সামাদ মিয়া (২৫), পিতা- মৃত আসাদ মিয়া, সাং- বিঙ্গলিয়া, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর, বর্তমানে- তোপখানা, থানা- কোতোয়ালী, এসএমপি মিন্টু মিয়া (৩৫) ও অজিত গৌড় (২২) নামের পাঁচ জুয়াড়ীকে আটক করা হয়।
অভিযানকালে নগদ অর্থ, মোবাইলফোন জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।
জব্দকরা আলামমতসহ আটক আসামীদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯।অতিক্তি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।