গোয়ালাবাজারের নিরাপত্তায় ৬ লাখ টাকা ব্যয়ে ২৬ টি সিসি ক্যামেরা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ৮:৫১:৩২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। সার্বিক আইন শৃংখলা রক্ষায় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ২৬টি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
চলতি সপ্তাহে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল।
চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার সার্থে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আশা করি ব্যবসায়ীরা উপকৃত হবেন।