মির্জা ফখরুল মঞ্চেই আসরের নামাজ আদায় করলেন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯:০৭
সুরমা নিউজ:
খালেদা জিয়ার মুক্তির দাবি, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। মঙ্গলবার বেলা আড়াইটা থেকে শুরু হয়েছে এ সমাবেশ। সমাবেশ মঞ্চেই আসরের নামাজ আদায় করেছেন দলটির মহাসচিব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন প্রমুখ আছেন সমাবেশে।
সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হয়ে পড়ে। এ সময় সমাবেশ মঞ্চের একপাশে গিয়ে আসরের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে চেয়ারে বসে নামাজ আদায় করেন।