ওসমানীনগরে ইংলিশ মেন্টরের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১:২৬:৫৫
ওসমানীনগর প্রতিনিধি:
বর্তমান সময়ে ইংরেজী ভাষা ও কম্পিউটার বিষয়ক শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে অত্যাধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। আর এর প্রধান মাধ্যম ইংরেজী ও কম্পিউটার বিষয়ে নূন্যতম ধারণা লাভ। নব প্রতিষ্ঠিত ইংলিশ মেন্টরের ব্যতিক্রম কারিকুলাম ইতোমধ্যে এলাকার উঠতি তরুণদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
রবিবার ওসমানীনগরের গোয়ালাবাজারে ইংরেজী ও কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মেন্টরের উদ্বোধনকালে উপস্থিত অতিথিরা উপরোক্ত কথাগুলো বলেন।
সকাল সাড়ে ১১ টার দিকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সমাজ সেবক মুহিবুল হক কামালী (চুনু মিয়া), হাজী ফারিুখ মিয়া, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, সমাজ সেবক আলাউর রহমান আলা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জল ধর, প্রচার সম্পাদক কবির আহমদ, উদয়ন কিন্টার গার্ডন স্কুলের পরিচালক আলী আমজাদ চৌধুরী সিজু।
ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী হাজী গৌছ মিয়া, হাজী আলহাজ্ব সমছু মিয়া, শিক্ষক সামছুল হক, স্বপন সেন, বুকুল ভট্টাচার্য্য, ইউপি সদস্য বেলাল আহমদ, তছন মিয়া, সৈয়দ জাহান, হেড অব দ্যা ইংলিশ মেন্টর আব্দুল আলীম সুহেল, এক্সিকিউটিউভ ডিরেক্টর নাহিদুর রহমান, শিক্ষক জুনেদ আহমদ জয়, সাদিয়া সুলতানা রুমা, সাইদুর রহমান, এডমিশন অফিসার সামিয়া সুলতানা, সোহান আহমদ লিজু প্রমুখ।