আটটি দেশের ৬৭ শিক্ষার্থীর করমজল পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৩:১২:৫০
বাগেরহাট জেলার মোংলার করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র পরিদর্শন করেছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অধ্যয়নরত ৮ টি দেশের ৬৭ জন প্রশিক্ষণার্থী। মাঠ পর্যায়ে হাতে কলমে শিক্ষা নিতে সুন্দরবন ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে সৌদি আরব, কাতার, কুয়েত ও ভারতসহ ৮ টি দেশের ৬৭ জন প্রশিক্ষণার্থী ও ৭ কর্মকর্তা এ পরিদর্শনে অংশ নেন। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির তাদের স্বাগত জানান এবং এই পরিদর্শন কর্মসূচির তত্ত্বাবধান করেন।
আজাদ কবির জানান, বাংলাদেশ সামরিক বাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের দুই বছরের প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে গতকাল বিকেলে তারা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় শিক্ষার্থীরা কুমির ও কচ্ছপ প্রজনন প্রক্রিয়াসহ একঝাঁক হরিণ দেখতে পান। তারা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন।