আ.লীগ নেতাদের রক্ষায় টাকা নেওয়ার অভিযোগ, পদ হারালেন বিএনপি নেতা
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৮:৩৬:০১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৯ জন শহিদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে রক্ষা করতে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নিকট থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে তাদের দলীয় পদ স্থগিত করা হয়।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ স্বাক্ষরিত পত্রে তাদের এ পদ স্থগিত করা হয়। একই সাথে বিষয়টি তদন্ত করতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিনকে দিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ বলেন, দলের ইউনিয়ন কমিটির একজন সভাপতি অভিযোগ দিয়েছেন তারা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৯ জন শহিদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে আসামিদের রক্ষা করার নামে উৎকোচ গ্রহণ করেছেন। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাই বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
অভিযোগটি তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির ৩ জনই জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। তাদেরকে আগামী এক মাসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়।