মাধবপুরে ৩ ছিনতাইকারি অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৯:৪৪:৫৪
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোর রাতে থানার এস আই মোঃ মিজানুর ফোর্স নিয়ে রাত্রিকালীন অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের নোয়াপাড়া ইউনিয়নের কড়রা পাকা রাস্তার উপর ছিনতাই প্রস্তুুতিকালে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হল বেঙ্গাডোবা গ্রামের এমরান মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (২৩), একই গ্রামের শামসুল হকের ছেলে মোঃ রবিউল আওয়াল রুবেল (৩৮), উপজেলায় মাদারগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, আসামীরা থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রিকালে চুরি, ডাকাতি ও ছিনতাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।