মাধবপুরে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৮:০৮:০১
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল বাছির (২৫) কে গ্রেফতার করেন।
সে শাহজাহানপুর ইউনিয়ন লোহাইদ গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।