হবিগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্ট-এনআইডি জব্দ, দালাল চক্রের ৩ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:১৫:২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পাসপোর্ট তৈরির দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিভিন্ন দেশের ভিসা ও অন্যান্য সরঞ্জাম।
আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম, সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম ও বড় বহুলা এলাকার ফরিদ মিয়া। শুক্রবার তাঁদের থানায় হস্তান্তর করা হয়।
মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে প্রথমে সাইদুলকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে পরে সদর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে সালাম ও ফরিদকে আটক করা হয়।
তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি, এনআইডি সংশোধন ও বয়স কমানো-বাড়ানোর কাজে জড়িত। এ ছাড়া বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, তিনজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।