logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য ও সংস্কৃতি
  3. কালান্তরের এক মহাপথিক

কালান্তরের এক মহাপথিক


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৮:৫৭:১৪

বাবুল আনোয়ার : শামসুর রাহমান অবিচল, কবিতার বিচ্ছুরিত আলোয়। যেন কালান্তরের এক মহাপথিক। তেমনিই আছেন। অনড় বৃক্ষ হয়ে, অনাদিকালের ছায়ামগ্নতায়। কবিতার রাজ্যে কবিতার সম্রাটের মতো। সমকাল পেরিয়ে কালের কণ্ঠ হয়ে, সময়ের বেষ্টনী ভেদ করে মহাকালের ব্যাপ্তিতে আছেন তিনি। জেগে আছেন সৃষ্টির ফাল্গুনে, মনন ও মেধার শিখরে। ত্রিশোত্তর বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। সম্ভবত ব্যাপ্তি ও বৈভবে অদ্বিতীয়। কবিতায় নিজস্ব ভুবন ও ঐশ্বর্যের অধিশ্বর।

শুরুটা হয় শুরুর মতো। কবিতায় শব্দ, ছন্দ, উপমা, চিত্রকল্পের অনবদ্য সম্ভারে। সেই সঙ্গে আধুনিক কলাকৌশল, বোধ ও মননের সমাহার। প্রথম কবিতাগ্রন্থ ‘ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’, নামকরণের মধ্যেই অন্যরকম একধরনের গভীর অর্থবোধ ও মননশীলতার ছায়া স্পষ্ট হয়ে ওঠে। যেন তিনি জানান দেন- আসছি। এসেছেন, থেকেছেন, চলেও গেছেন। রেখে গেছেন স্বাক্ষর। অমোচনীয় কালিতে লেখা অনবদ্য পঙ্্ক্তিমালা। প্রথম কবিতা প্রকাশিত হওয়ার পর যেভাবে তার পিতার মুখোমুখি হয়েছিলেন ভয় ও বুকভরা বিশ্বাসে। পরবর্তীতে তার চেয়েও বেশি কিছু তিনি করতে পেরেছিলেন। শোনা যাকে তার নিজের ভাষায়- সোনার বাংলা’য় আমার কবিতা প্রকাশিত হওয়ার পর আমি পত্রিকাটি আমার মায়ের হাতে দিয়েছিলাম তাঁর পুত্রের কবিতাটি পড়ার জন্য। ইতিমধ্যে আমার বাবা ঘরে ঢুকে ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। আমার বাবা ঘরের মাঝখানে দাঁড়িয়ে বললেন, ‘এসব আমি ঢের দেখেছি। পারবে সে হুমায়ূন কবিরের মতো কবি হতে?’ আমি আমার চরিত্রের বিরুদ্ধে হঠাৎ উঠে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলে ফেললাম, ‘যদি আমি কোনোদিন কবি হই তাহলে হুমায়ূন কবিরের চেয়ে বড় কবি হবো।’ এই দুর্বিনীত বাক্য উচ্চারণ করার পর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি, পাশের ঘরে চলে যাই। এই কাণ্ডে আমি নিজেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, যে আমি বাবার সঙ্গে কথা বলতেই কেন যেন ভীতসন্ত্রস্ত হয়ে পড়তাম। (ভূমিকা, কবিতাসমগ্র ১ শামসুর রাহমান, অনন্য)। এভাবেই শুরু তার প্রথম প্রকাশিত কবিতার গল্প। পরবর্তীতে তা অর্থাৎ জীবনভর সৃষ্টির এক মহাউপাখ্যান।

শামসুর রাহমানের কবিতা বিষয়, অনুষঙ্গ ও ব্যাপ্তির এক বিশাল বৈভব। তার কবিতা জীবন ঘনিষ্ঠতা, বৈচিত্র্যতা, সমকালীনতা বোধ ও শিল্পের অনন্য সম্মিলন। যেন কোনো কিছুই বাদ পড়েনি তার দৃষ্টিতে। নগরকেন্দ্রিক জীবনযাপন করেও সমগ্র দেশ তিনি পরিভ্রমণ করেছেন অনায়াসে। নগর চেতনার কবি, স্বাধীনতার কবি, প্রেমের কবি নানা অভিধায় তাকে অভিষিক্ত করা হয়। আধুনিক কবিতা যা ত্রিশের কবিতায় প্রবলভাবে ধারণ করা হয়। প্রকরণগত সেই সব অনুষঙ্গ ধারণ করার পরেও তার নিজস্বতা, নির্মাণ কৌশল তার সৃষ্টির ভুবন আলাদা অবয়বে প্রতিষ্ঠিত। পুরনো ঢাকার ঘিঞ্জি গলি, পথের কুকুর, বেনেবউ পাখি, দুঃখিনী বর্ণমালা, শহরের বুকে জলপাই রঙের ট্যাংক, রবিঠাকুরের অজর কবিতা, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সাকিনা বিবি, হরিদাসী সবকিছুই তার কবিতাজুড়ে। একই কবিতায় কখনো নগর ও লোকজ শব্দাবলির সমন্বয় সচরাচর চোখে পড়ে, এরই মধ্যে মৃত্যুগন্ধময় শহরে যখন খুব/কুঁকড়ে থাকা কোনো শীর্ণ গলির ভেতর/ আঁধারের নাড়িছেঁড়া নবজাতকের/ প্রথম চিৎকার জেগে ওঠে,/ মনে হয়, স্বাধীনতা একটি বিদ্রোহী/ কবিতার মতো/ তুমুল ঘোষণা করে অলৌকিক সজীব সংবাদ।/ তার শুরুর দিকের কবিতাগুলোতে বোধ ও ব্যাপ্তির যে উদ্ভাস পরিলক্ষিত হয় পরবর্তীকালে তা আরও সম্প্রসারিত হয়।

প্রথমদিকের কবিতাসমূহে তিনি স্বপ্ন, বাস্তবতাকে রোমান্টিকতার আদলে প্রকাশে প্রলুব্ধ হন। এর সঙ্গে প্রকৃতি, পরিবেশ, জীবনের টানাপোড়েন, মানবিকতা, বেগ-প্রতিবেগ, বিরোধ বড় হয়ে দেখা দেয়। মানবীয় আশা-আকাক্সক্ষা, জাতির স্বপ্ন, বাস্তবতা কবিতায় বিরাট অংশজুড়ে জায়গা করে নেয়। তার মনন, দৃষ্টির গভীরতা ও পর্যবেক্ষণে যাপিত জীবনের দেখা-না দেখা অনুষঙ্গসমূহ তিনি আশ্চর্য কুশলতায় কবিতায় তুলে ধরেন।

বিরূপ সময়, বিপন্নতায় দ্বিধাহীনভাবে তিনি তার বিপরীতে অবস্থান নিয়েছেন। কবি মানসের এ অনঢ় নীতিগত অবস্থান তার কবিতাকে মানবিকতার আদর্শে করেছে ঐশ্বর্যময়। এ প্রবণতা সৃষ্টির ধারায় জাতীয় জীবন থেকে বৈশি^ক পরিমণ্ডলেও সমান্তরালভাবে পরিব্যাপ্ত। স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের অপরিমেয় ত্যাগ, বেঁচে থাকার দুর্নিবার শপথ তার কবিতায় প্রাণময় হয়ে ওঠে সুগভীর ব্যঞ্জনায়। তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম।/ তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার/ ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।/ তুমি আসবে বলে হে স্বাধীনতা/ অবুঝ শিশু হামাগুড়ি দিলো পিতা-মাতার লাশের ওপর।/ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পটভূমিতে লেখা তার বেশ কয়েকটি কবিতা যেমন সময়ের স্মারক তেমনি গভীর প্রসারিত শিল্পচেতনায় অজর। এসব কবিতায় বর্ণিত দৃশ্যপট, মুখগুলো আমাদের চেনাজানা পরিবেশ ও জনপদ থেকে আহরিত। এভাবে লোক জীবনের নানা অভীক্ষা তার কবিতায় শব্দ ও শিল্পে পরিণত হয়েছে।

শামসুর রাহমানের কবিতায় প্রেম যেমন মানবিকতার আশ্রয়ে লালিত তেমনি সামাজিক বোধের দায়ের মধ্যেও আড়ষ্ট। কোনো কবিতায় কামার্ত বাসনার বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। এখানে অসংযত মনোভাবের চেয়ে নারীর মানসিক ও শারীরিক ভাষা, স্বরূপ উন্মোচনের ইচ্ছাই মুখ্য হয়ে উঠেছে। ভালোবাসার বিচিত্র অনুভব, অন্তহীন শিহরণে তিনি রোমাঞ্চিত। মানব হৃদয়ের একান্ত অনুরাগ ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়কে স্পর্শ করে। তিনি যখন বলেন, ‘যদি তুমি ফিরে না আসো,/ সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে,/সুফলা হবে মরুভূমির বালিয়াড়িতে,/ যদি ফিরে না আস।
শামসুর রাহমানের কবিতা এভাবে ক্রমশ নিবিড় হয়ে ওঠে অপরিসীম পর্যবেক্ষণ, আশা, নিরাশা ও প্রখর জীবনবোধের ঘাত-প্রতিঘাতে। মানবিক অনুভূতিকে তিনি সহজেই কবিতায় ধারণ করেতে সক্ষম হন। কালের যাত্রা ধ্বনি শুনতে পান, মানবিক আর্তি বুঝতে পারেন।

হেঁটে যেতে পারেন আলো-আঁধারিতে। আর এসবের পরিশীলিত শিল্প আঙ্গিকে তার কবিতা অজর হয়ে ওঠে। তিনি হয়ে ওঠেন ত্রিশ-উত্তর বাংলা কবিতার প্রধান কণ্ঠস্বর।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

টরন্টোয় ঘাসফড়িং-এর সাহিত্য আড্ডা

টরন্টোয় ঘাসফড়িং-এর সাহিত্য আড্ডা

গল্পের ছোটকাগজ ‘গপ্পো’র সাহিত্য আড্ডা

গল্পের ছোটকাগজ ‘গপ্পো’র সাহিত্য আড্ডা

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই

সর্বশেষ সংবাদ
কটাক্ষের শিকার সারা বললেন ‘এসব আর গায়ে মাখি না’
কটাক্ষের শিকার সারা বললেন ‘এসব আর গায়ে মাখি না’
যারা দেশে বসবাস করে দেশের বাইরে সবকিছু করে তারা দেশের বন্ধু হতে পারে না : সিলেট বিভাগীয় কমিশনার
যারা দেশে বসবাস করে দেশের বাইরে সবকিছু করে তারা দেশের বন্ধু হতে পারে না : সিলেট বিভাগীয় কমিশনার
বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক: মির্জা ফখরুল
বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক: মির্জা ফখরুল
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমানের সাথে জিএসসি নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ
লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমানের সাথে জিএসসি নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ
দেড় মাসে সিলেটে ৬৯৩ জনকে পুশইন করলো বিএসএফ
দেড় মাসে সিলেটে ৬৯৩ জনকে পুশইন করলো বিএসএফ
<span style='color:#ff0000;font-size:16px;'>কুলাউড়ায় ডা: শফিকুর রহমান</span> <br> ন্যায়বিচার পাওয়া সকল মজলুমের অধিকার
কুলাউড়ায় ডা: শফিকুর রহমান
ন্যায়বিচার পাওয়া সকল মজলুমের অধিকার
বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত
কুলাউড়ায় ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কুলাউড়ায় ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের রেকর্ডারে থাকা তথ্য উদ্ধার
বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের রেকর্ডারে থাকা তথ্য উদ্ধার
ঘোড়ায় বর, পালকিতে নববধূ
ঘোড়ায় বর, পালকিতে নববধূ
বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে : মির্জা ফখরুল
বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে : মির্জা ফখরুল
আবদুল হামিদের ‘ইচ্ছাপূরণ’ উড়ালসড়ক প্রকল্প বাতিল
আবদুল হামিদের ‘ইচ্ছাপূরণ’ উড়ালসড়ক প্রকল্প বাতিল
৭ বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্র ও পৃথক কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৭ বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্র ও পৃথক কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের সকল সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
দেশের সকল সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top