
আস্ত মসলা
ধনিয়া- ১/৪ কাপ
জিরা- ২ টেবিল চামচ
মৌরি- ১ চা চামচ
মেথি- ১/৪ চা চামচ
তেজপাতা- ২টি
দারুচিনি- ১ ইঞ্চি
এলাচ- ৫টি
লবঙ্গ- ৬টি
গোলমরিচ- আধা চা চামচ
গুঁড়া মসলা
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
আদা গুঁড়া- আধা চা চামচ
রসুন গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ গুঁড়া- ১ চা চামচ
আমচুর- ১ চা চামচ
অন্যান্য উপকরণ
চিনি- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
আস্ত মসলা প্যানে টেলে নিন। ঠান্ডা হলে গ্রিন্ডারে দিয়ে দিন। সঙ্গে মেশান গুঁড়া মসলা ও বাকি উপকরণগুলো। সবগুলো একসঙ্গে গ্রিন্ড করে মিহি পাউডার বানিয়ে নিন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ও প্রয়োজন মতো ব্যবহার করুন রান্নায়।