মাধবপুরে চা-শ্রমিকদের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২২, ১১:০৯:০৮
মাধবপুর প্রতিনিধি : তেজগাঁও পলিটেকনিক স্কুলের ৮৫ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের কয়েকশ চা-শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
মাধবপুর উপজেলার বেজুড়ায় অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার আবুল হোসেন এ মহৎ কাজের মূল উদ্যোক্তা। আবুল হোসেনের আহবানে ৮৫ ব্যাচের বন্ধুরা মানবতার ডাকে সাড়া দিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়।
শুক্রবার বিকালে সুরমা চা-বাগানের কয়েকশ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। সুরমা চা-বাগান ব্যবস্থাপক আবুল কাসেম বন্ধু মহলকে বরণ করেন। বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন- মাহবুর রহমান, ডা. হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ফারুক, ইঞ্জিনিয়ার সারোয়ার মোর্শেদ, হাবিবুর রহমান, আবু নাঈম প্রমুখ। এ সময় চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ও চা-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।