জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২১, ৯:৩১:৪২
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসহাকপুরের বদরুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণির পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতিকালে স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি ও ভূমি নিয়ে বিরোধ বাধে। এর জের ধরে সন্ধ্যায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুলিবিদ্ধে আব্দুস সামাদ (৪০), আয়েশা বেগম (৪০) আমিরুল নেছা (৫০) ও আলেয়াসহ (৪০) অপর গুলিবিদ্ধ ১৫ জনসহ কমপক্ষে ৪০ জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।