বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জে আ.লীগের ১২ নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ৯:২৬:৫৪
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ জনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়নে ১৩ জন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ১২ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খালেদ মোশারফ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহেদ উদ্দিন ছায়েদুল, যুবলীগ নেতা নোমান হোসেন, কুর্শি ইউনিয়নে উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা আবু তালিম চৌধুরী নিজাম, করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবেদুল আলম চৌধুরী সাজু, বাউসা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, দেবপাড়া ইউনিয়নে ইউপি যুবলীগের সভাপতি শামীম আহমদ, গজনাইপুর ইউনিয়নে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী।
অ্যাডভোকেট আবু জাহির বলেন, দলীয় আদর্শ থেকে বিচ্যুতি ঘটানো যতটা দুঃখজনক, ততটাই ক্ষমার অযোগ্য অপরাধ। দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বহিষ্কার করা হয়েছে।