হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২১, ১০:০৫:১৩
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট : হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ও সন্ধ্যার দিকে জেলার বাহুবল ও আজমিরীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবলের দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে সোয়েব (৮) ও আজমিরীগঞ্জের পশ্চিমবাগ গ্রামের জাহানারা বেগম (৬৫)। এর মধ্যে সোয়েব স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ির পাশের সড়ক ধরে হাঁটছিলেন জাহানারা। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিন দুপুরে বাহুবলের দিগাম্বর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে পার হচ্ছিল স্কুলছাত্র সোয়েব। এ সময় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসচাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতকবাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ও বাহুবল মডেল থানার ওসি রাকিবুল হাসান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।