চুনারুঘাটে লকডাউনে ১২ মামলা, অর্থদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২১, ৯:০৭:৩৫
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। তাকে সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও থানার পুলিশ।
কঠোর লকডাউন বাস্তবায়নে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১২টি মামলায় ২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময়ে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।